চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ‘কিংস পার্টি’খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী আবদুল মতিনের বাড়ির বাইরের দেয়ালে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত পৌনে আটটার দিকে শহরের পাঠানপাড়া মহল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘আমাকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য ভয়ভীতি দেখাতে কেউ এই বিস্ফোরণ করিয়েছে। তখন বিদ্যুৎ ছিল না, আমিও বাড়িতে ছিলাম না।’ তিনি বলেন, এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
খবর পেয়ে পুলিশ সুপার ছাইদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ সুপার ছাইদুল হাসান সাংবাদিকদের বলেন, বিস্ফোরণটি কিসের, তা পুলিশ তদন্ত করে দেখছে। অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তুটি আসলে কী, তা-ও পরীক্ষা করে দেখা হবে। এ ছাড়া বিএনএমের প্রার্থী আবদুল মতিনসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আবদুল মতিন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। দল ত্যাগ করে তিনি বিএনএমে যোগ দিয়ে দলটির সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। এ ঘটনায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম।