গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি ফাঁকা জমিতে ছড়িয়ে–ছিটিয়ে থাকা মানুষের মাথার তিনটি খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় পাওয়া গেছে। পরে স্থানীয় বাসিন্দারা সেগুলো পাশের একটি কবরস্থানে দাফন করেন। আজ রোববার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল জানান, জমিতে পড়ে থাকা মাথার খুলি ও দেহের বিভিন্ন হাড় বেশ পুরোনো। ধারণা করা হচ্ছে, তন্ত্রমন্ত্র ও জাদুটোনার জন্য কেউ এগুলো কবরস্থান থেকে চুরি করেন। এরপর ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়ার পথে লোকজনের ভয়ে হয়তো সেগুলো জমিতে ফেলে গেছেন।
ওসি বলেন, তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমামসহ এলাকাবাসী সেগুলো পাশের একটি কবরস্থানে দাফন করেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারা এগুলো জমিতে ফেলে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এ ঘটনা জানাজানির পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাথার খুলিসহ হাড়গোড় দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, মাথার খুলি ও হাড়গুলো বেশ পুরোনো।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর বিকেলে সাঘাটা উপজেলার কলাপানি গ্রামের জয়নুল আবেদীনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে মানুষের মাথার খুলি, হাড়, জাদুর বইসহ বিভিন্ন উপকরণ জব্দ করে। এ সময় জয়নুল আবেদীন (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।