টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন। গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে যমুনা সেতু সংযোগ সড়ক অতিক্রম করে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের শোলাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে এই দুর্ঘটনার পর যমুনা সেতুর সংযোগ সড়কে আজ সকাল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নান্নু খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি বাস রাত একটার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়ক অতিক্রম করছিল। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের শোলাকুড়া এলাকায় কালিহাতীর দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আহত হন অন্তত আটজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মোহাম্মদ নান্নু খান আরও জানান, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। লাশগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।