প্রথম আলো ট্রাস্টের বিতরণ করা পোশাক পেয়েছেন কয়েকজন। গতকাল ফেনীর দাগনভূয়া উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
প্রথম আলো ট্রাস্টের বিতরণ করা পোশাক পেয়েছেন কয়েকজন। গতকাল ফেনীর দাগনভূয়া উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: বন্যার্তদের মধ্যে নতুন পোশাক বিতরণ

নতুন পোশাক পেলেন ২৫০ বন্যার্ত

বন্যার পানি বাড়িঘরে ঢুকে পোশাকসহ সব নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো নতুন পোশাক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করল একদল খুদে শিক্ষার্থী।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল ফেনীর দাগনভূঞা উপজেলায় ২৫০ জন বন্যার্তের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়, যাদের বেশির ভাগই ছিল খুদে শিক্ষার্থী।

দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের রাজাপুর, গনিপুর, জয় নারায়ণপুর ও রাজাপুর ঘোনা গ্রামের বন্যার্তদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভা ফেনীর সদস্যরা। গতকাল পোশাক বিতরণ করা হয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভের সহায়তায়।

রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পোশাক নিতে এসেছিল বিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষার্থী। নতুন পোশাক পেয়ে খুব খুশি হয়েছে বলে জানিয়ে তাদের মধ্যে কয়েকজন জানাল, বন্যার পানি বাড়িতে ঢুকে প্রায় সব কাপড় নষ্ট হয়ে গেছে। এখন নতুন এই পোশাক পরে স্কুলে আসতে পারবে তারা।

প্রথম আলো ট্রাস্টের দেওয়া নতুন একটি পাঞ্জাবি হাতে খুশির কথা জানালেন গনিপুর গ্রামের কামাল উদ্দিন। প্রবীণ এই ব্যক্তি বললেন, বন্যায় বাড়ির সবই নষ্ট হয়ে গেছে। নতুন পাঞ্জাবি পাওয়ায় বেশ উপকার হলো। নতুন একটি টি-শার্ট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন নারায়ণপুর গ্রামের বাসিন্দা দিনমজুর নুরুল হক।

গতকাল পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা ফেনীর উপদেষ্টা ও ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদাউস প্রমুখ।

বন্যার্তদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন

হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল

হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা

অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।