খাগড়াছড়ির গুইমারায় দুর্বৃত্তদের গুলিতে অংথোই মারমা (৫২) ওরফে আগুন নামের ইউপিডিএফের একজন সংগঠক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অংথোই মারমা একই উপজেলার বুদং পাড়ার (যৌথ খামার) কংহ্লাউ মারমার ছেলে ও ওই এলাকার বাসিন্দা। ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরণ চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল নিশ্চিত করছেন। লাশের কাছ থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে এই ঘটনা কারা ঘটিয়েছে, এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।