মাদারীপুরে ডাকাতির প্রস্তুতি মামলায় চার আসামিকে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার রহিম খাঁ, রাজৈর উপজেলার হৃদয়নন্দী গ্রামের রিপন শেখ, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মলংচড়া গ্রামের মাসুম দপ্তরী, ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার লুফন্দি গ্রামের সোহেল খান। তবে রায় ঘোষণার সময় রহিম খাঁ আদালতে উপস্থিত ছিলেন। মামলার অন্য তিন আসামি পলাতক।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ ডিসেম্বর মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার বাবুল শরীফের বাড়ির এক ভাড়াটের ঘরে ডাকাতির প্রস্তুতির সময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে রামদাসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় ওই চার ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়। পরে পুলিশ মামলার এক আসামিকে গ্রেপ্তার করে। মামলার অন্য তিন আসামি পলাতক।
মাদারীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘দীর্ঘ সাত বছর পর মামলার রায় হলো। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’