জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির বহিষ্কৃত নেতা মাহবুবুল হাসান

মো. মাহবুবুল হাসান
ছবি: সংগৃহীত

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা মো. মাহবুবুল হাসান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মাহবুবুল হাসান দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের মিয়াবাড়ী এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। গত মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাহবুবুল হাসানকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেন।

মাহবুবুল হাসান আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি কখনোই রাজনীতির সঙ্গে জড়িত নই। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আমাকের সদস্য করার বিষয়টিও আমি জানতাম না। আমি যে সদস্য, সেই ধরনের কোনো চিঠিও কখনো আমি পাইনি। আমি মূলত একজন ব্যবসায়ী। ঢাকায় ব্যবসা করি। কিন্তু এলাকার লোকজনের টানে মাসে দুইবার এলাকায় আসি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি। সেই কারণে এলাকার লোকজন আমাকে ব্যাপক ভালোবাসেন। তাঁদের ইচ্ছা থেকেই আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।’

বিএনপি থেকে বহিষ্কার প্রসঙ্গে মাহবুবুল বলেন, ‘আমাকে বহিষ্কার করা হয়েছে। তার সংবাদ বিজ্ঞপ্তি দেখলাম। এর আগে আমি কখনোই দলের সঙ্গে জড়িত ছিলাম না। আর আমার সঙ্গে বিএনপির কোনো লোকজনও নাই।’

নির্বাচনে জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করে মাহবুবুল বলেন, ‘দুটি উপজেলা নিয়ে এই সংসদীয় আসন। আমি দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা। এই আসনে প্রায় সাড়ে চার লাখ ভোট। তার মধ্যে দেওয়ানগঞ্জে ২ লাখ ৪০ হাজার। এই আসনে যে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলা থেকে আমিই একমাত্র প্রার্থী। সেই হিসাবে আমি শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। জয়ের ব্যাপারেও আমি আশাবাদী।’