মামার বাড়িতে বেড়াতে এসে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় খালের পানিতে ভেসে গিয়ে ১১ বছরের এক শিশু সাড়ে ছয় ঘণ্টা ধরে নিখোঁজ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুর নাম নাঈয়ুম মিয়া। শিশুটির বাড়ি পাশের নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামে। সে ওই গ্রামের রেহান মিয়ার ছেলে।
স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, নাঈয়ুম মায়ের সঙ্গে গতকাল বুধবার বিকেলে ঈদুল আজহা উপলক্ষে মধ্যনগর উপজেলার চামরদানী গ্রামে মামাবাড়িতে বেড়াতে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে সে ৮ বছর বয়সী খালাতো বোন নাদিয়া আক্তারের সঙ্গে খালে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে খালের পানির প্রবল স্রোতে তাঁরা দুজন শিশু পানিতে ভেসে যায়। এ সময় স্থানীয় লোকজন নাদিয়াকে উদ্ধার করতে পারলেও নাঈয়ুম ভেসে যায়। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় লোকজন জাল ফেলে খোঁজাখুঁজি করার সাড়ে ছয় ঘণ্টা পরও নাঈয়ুমের সন্ধান পায়নি।
মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম সারোয়ার আজ সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন ওই খালে জাল ফেলে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত নিখোঁজ নাঈয়ুমের সন্ধান মেলেনি। উদ্ধার তৎপরতা চলছে।