কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্ররাজনীতিসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান খান। তিনি বলেন,‘কলেজের ছাত্ররা দুপুর ১২টার দিকে তাঁদের ১২ দফা দাবিসংবলিত একটি চিঠি দিয়েছেন। সেই চিঠি কাউন্সিল সভাতে পড়ে শোনানো হয়। ১২ দফার সব কটিই বাস্তবায়নযোগ্য। আর ছাত্রদের চাহিদার পরিপ্রেক্ষিতে কলেজসহ সব ছাত্রাবাসে যেকোনো ধরনের ছাত্ররাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও সব ধরনের রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা হয়েছে।’
সভায় উপস্থিত কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে কলেজ মিলনায়তনে নিয়মিত একাডেমিক কাউন্সিল সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ৯০ শতাংশের বেশি শিক্ষক উপস্থিত ছিলেন। ওই সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ, ছাত্র ইউনিয়ন, ছাত্রশিবিরসহ অন্য যেকোনো রাজনৈতিক দলের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে কলেজে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সংগঠন না থাকলেও পরবর্তী সময় যাতে না হতে পারে, সে ব্যাপারেও নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।
কলেজটির অধ্যক্ষ আরও বলেন, তবে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের সঙ্গে আলোচনা করে কলেজে ছাত্র সংসদ গঠনের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে যেহেতু ছাত্র সংসদ ছাত্রদের পড়াশোনা ও অধিকার নিয়ে কাজ করে এবং শিক্ষকদের নিয়ে কাজ করা শিক্ষক সমিতির কার্যক্রম চলমান থাকবে। এসব সংগঠন ছাত্রদের উন্নয়নেও কাজ করবে।
পুরো বিষয়টি পরবর্তী সময় বিজ্ঞপ্তি আকারে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।