বিএনপি নেতা এস কে খোদা তোতন
বিএনপি নেতা এস কে খোদা তোতন

দুই পক্ষের সংঘর্ষ, চট্টগ্রাম নগর বিএনপির এক নেতাকে বহিষ্কার

দুই পক্ষের সংঘর্ষের পরদিন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনকে দলটির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, এস কে খোদা তোতনের বিরুদ্ধে দখল, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার রাতে বহিষ্কার করা হয় নগরের খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমকে। দুজনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ছয়জন আহত হন। পুলিশ ও বিএনপি সূত্র বলছে, এলাকার চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে জড়িয়েছে খুলশী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের অনুসারীরা। ওমর ফারুক নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনের অনুসারী। দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।