সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণ নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার রাতে সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ শাহবাগ মুহিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণেরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাতুরা ইউনিয়নের মিনারই গ্রামের ফুয়াদ আহমদ (১৮), জকিগঞ্জের মাদারখাল গ্রামের আদিল আহমদ (২১) ও একই গ্রামের জাকারিয়া আহমদ (২২)। এ ঘটনায় আহত এহছানুল হক (২০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন গতকাল বিয়ানীবাজার থেকে জকিগঞ্জে ঘুরতে গিয়েছিলেন ফুয়াদ আহমদ। রাতে মোটরসাইকেলে করে বিয়ানীবাজারে ফিরছিলেন। একই সময় জকিগঞ্জের বাসিন্দা আদিল আহমদ, জাকারিয়া আহমদ ও এহছানুল হক অন্য একটি মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন। পথে সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় পৌঁছালে ওই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুটি মোটরসাইকেলেই আগুন ধরে যায়। ফুয়াদ ও জাকারিয়া দগ্ধ হন এবং আদিল ও এহছানুল গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফুয়াদের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আদিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাত দুইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়াও মারা যান।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ফুয়াদ আহমদের লাশ বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুজনের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।