সংঘর্ষের সময় এক যুবকের হাতে ধারালো অস্ত্র দেখা যায়। আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকায়
সংঘর্ষের সময় এক যুবকের হাতে ধারালো অস্ত্র দেখা যায়। আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকায়

মানিকগঞ্জে সংঘর্ষে আহত ১০, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মানিকগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থী ও বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এতে সাধারণ শিক্ষার্থীসহ বিএনপি ও আওয়ামী লীগের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানের গ্যাসের শেল ছুড়েছে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল সোয়া ১০টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জেলা শহরের উত্তর সেওতা এলাকা থেকে মিছিল বের করেন। সকাল সাড়ে ১০টার দিকে মিছিলটি খালপাড় এলাকায় পৌঁছালে জেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পরই মিছিলের পেছনে থাকা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা হামলাকারী ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ধাওয়া দেন। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা খালপাড় এলাকায় কয়েকটি বাসার জানালার গ্লাস ভাঙচুর করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা শহরে ঢাকা–আরিচা মহাসড়কের মানরা এলাকায়

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আজ দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা জেলা শহরের খালপাড়, রফিক চত্বরসহ বিভিন্ন স্থানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন। এ ঘটনায় জেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষ চলাকালের একটি মুহূর্ত। আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকায়

এদিকে সংঘর্ষের একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পাশে মানরা ও উঁচুটিয়া এলাকায় অবস্থান নেন। মানরা ও উঁচুটিয়া এলাকায় তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। সেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিপুলসংখ্যক পুলিশের সদস্য শিক্ষার্থীদের ব্যারিকেড দিয়ে রাখেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ সারিতে বিভিন্ন যানবাহন আটকে পড়ে।