প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন এমন গুঞ্জন চলছে দুদিন ধরে। এর মধ্যেই আজ সোমবার দুপুরে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম তাঁকে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
আবুল কালাম আজাদের আগমন উপলক্ষে সোমবার দুপুরে শহরের মির্জা আজম মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মির্জা আজম। আরও বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ্, সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।
সভায় মির্জা আজম তাঁর বক্তব্যে বলেন, আবুল কালাম আজাদ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ বছর ধরে কাজ করছেন। প্রধানমন্ত্রীর যখনই প্রয়োজন, তখনই তিনি (আবুল কালাম) পাশে থেকেছেন। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো তাঁকে (আবুল কালাম) মন্ত্রী পরিষদে চান। হয়তো তাঁকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী বানাতে চান। তাই মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, আগামী নির্বাচনে আবুল কালাম আজাদকে মনোনয়ন দেবেন। নির্বাচনে যদি আবুল কালাম সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে তাঁকে (আবুল কালাম) গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। তাই আবুল কালাম আজাদের জন্য দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করতে হবে। আজকের এই আয়োজনও আবুল কালামকে ঘিরেই। মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত তাঁকে (মির্জা আজম) জানিয়েছেন। আবুল কালামের জন্য তাঁকে দিয়ে দলীয় মনোনয়ন ফরমও কিনিয়েছেন।
দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আবুল কালাম আজাদ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি এসডিজিবিষয়ক সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়।
দলীয় সূত্রে আর জানা যায়, জামালপুর-৫ (সদর) আসনে মনোনয়ন পেতে আওয়ামী লীগের আটজন প্রার্থী মাঠে রয়েছেন। তাঁরা হলেন বর্তমান সংসদ সদস্য মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সালেহীন রেজা, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ আলী।
কয়েক বছর এই আসনের প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদের নাম কখনো শোনা যায়নি। হঠাৎ গত শনিবার সকাল থেকে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা জামালপুর-৫ (সদর) আসনে আবুল কালাম আজাদের মনোনয়ন পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে থাকেন। হঠাৎ তাঁর মনোনয়ন পাওয়ার খবরে জামালপুরের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন আবুল কালাম আজাদ।
আবুল কালামের আওয়ামী লীগের মতবিনিময় সভায় অংশ নেওয়ার বিষয়ে ও মির্জা আজমের বক্তব্যের বিষয়ে কথা বলার জন্য জামালপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য মোজাফফর হোসেনকে সোমবার সন্ধ্যায় একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।