ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সামনে এইচএসসির ফলাফল বাতিল চেয়ে অবস্থান নেন একদল অকৃতকার্য শিক্ষার্থী। একপর্যায়ে বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ভেতরে রেখে প্রধান ফটকে তালা দেন তাঁরা
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সামনে এইচএসসির ফলাফল বাতিল চেয়ে অবস্থান নেন একদল অকৃতকার্য শিক্ষার্থী। একপর্যায়ে বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ভেতরে রেখে প্রধান ফটকে তালা দেন তাঁরা

ময়মনসিংহ শিক্ষা বোর্ড

কর্মকর্তাদের ভেতরে রেখে ফটকে তালা এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের

এইচএসসির ফলাফল বাতিলের দাবিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা দিয়েছেন অকৃতকার্য একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচির এক পর্যায়ে বেলা ২টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তাঁরা। এতে ভেতরে থাকা কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন।

দুপুরে শিক্ষার্থীদের অবস্থানের এক পর্যায়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা প্রধান ফটকে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। একটার পর শিক্ষার্থীরা হট্টগোল করে ভেতরে ঢুকে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে গিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ‘দাবিগুলো জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। আমরাও জানিয়েছি। ওপর থেকে সিদ্ধান্ত না এলে এখান থেকে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।’ তবে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে থাকেন। বেলা দুইটার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা। সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন করা থাকলেও শিক্ষার্থীদের সঙ্গে কোনো তর্কে জড়াননি পুলিশ সদস্যরা।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘আজ কিছু শিক্ষার্থী এসে অবস্থান শুরু করে। তাদের বোঝানোর চেষ্টা করা হয়। শিক্ষার্থীদের দাবির বিষয়ে মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের নির্দেশনা পাইনি। আগামী ২৭ তারিখ মন্ত্রণালয়ে সমন্বয় কমিটির মিটিং আছে। সেই মিটিংয়ে আমাদের বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা বিষয়টা নিয়ে আলোচনা তুলবেন।’ তিনি বলেন, ‘আমরা বোর্ডের ভেতরে আছি। বোর্ডের প্রধান ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। আমরা তো তাদের সঙ্গে জোরাজুরি করতে পারব না।’

সর্বশেষ তথ্য

বিকেল পাঁচটার দিকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফটকের তালা খুলে দেন। সেখান থেকে সরে যাওয়ার আগে আগামীকাল ঢাকায় সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী সাকিব খান বলেন, ‘তিন দিন ধরে আমরা আন্দোলন করলেও কোনো আশ্বাস পাচ্ছি না। বোর্ড চেয়ারম্যান বলছেন, ২৭ তারিখ সভায় তাঁরা আলোচনা করবে, তার আগে কিছু বলতে পারবে না। আমরা আজ এখান কর্মসূচি সরিয়ে নিয়েছি। বোর্ড চেয়ারম্যানকে জানিয়ে এসেছি, কাল সচিবালয়ের সামনে গিয়ে একই দাবিতে অবস্থান নেব। কাল সকালে ট্রেনে শিক্ষার্থীরা ঢাকায় যাবে।’