স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি-কুলাঙ্গারদের একজন কুমিল্লার চান্দিনার। তাঁকে ধরতে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি আমরা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী)। যেখানেই থাকুক, তাকে বিচারের আওতায় আনা হবে।’
আজ শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর ওই খুনির নাম বলেননি। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে কর্নেল (অব.) খন্দকার আবদুর রশীদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে। বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার ৪৮ বছর পূর্ণ হলেও এখনো অধরা রয়ে গেছেন খন্দকার আবদুর রশীদ।
মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে বিশ্বাসী না। আওয়ামী লীগ কোনো পেশিশক্তিতে বিশ্বাস করে না। জনগণ আমাদের সঙ্গে আছে। সুতরাং কে কী বলল, এগুলো নিয়ে আমরা ভাবছি না। আমাদের পাশে যেমন বন্ধুদেশ আছে, তেমনি অনেক দেশ আমাদের ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে।’
আধুনিক প্রযুক্তির অপব্যবহার করতে সাংবাদিকদের নিষেধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সে জন্য আমাদের আইন আছে। যাঁরা অপব্যবহার করবেন, তাঁদের আইনের মুখোমুখি হতেই হবে। আপনারা কেউ ভুয়া নিউজ দেবেন না, উদ্দেশ্যমূলক কোনো প্রচারণা আপনারা করবেন না। অসত্য নিউজ কেউ ফেসবুকে প্রচার করবেন না। আপনাদের বিবেকে যেটা বলে, সেটাই আপনারা চর্চা করবেন। তা না হলে আপনার স্বপ্ন, আমার স্বপ্ন সবই আঁধারে ডুবে যাবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোপাল দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মু. রুহুল আমিন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আবদুল মান্নানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
পরে মন্ত্রী কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের নলুয়া মনোহরপুর উচ্চবিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূঁইয়া গ্রন্থাগারের উদ্বোধন করেন। বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূঁইয়া মন্ত্রীর শ্বশুর। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার প্রমুখ।
এরপর মন্ত্রী কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর সভাপতিত্বে ওই সভা হয়।