গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

খননযন্ত্রবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব মিয়াপাড়া এলাকায়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে খননযন্ত্র বহনকারী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব মিয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তিনি হলেন অ্যাম্বুলেন্সের চালক মোমিন। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খননযন্ত্র বহনকারী ট্রাকটি সড়কের পাশে পড়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব মিয়াপাড়া এলাকায়

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ বলেন, রোগীসহ চারজনকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় অ্যাম্বুলেন্সচালক মোমিনের মৃত্যু হয়। নিহত বাকি তিনজনের পরিচয় এখন জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দেল বাড়ি ইউনিয়নের বিল ডুমুরিয়া গ্রামের মোহাম্মাদ আলী (৭০), পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালি গ্রামের কামাল হোসেন (৪২) ও একই গ্রামের বায়েজিদ হোসেন (২১)।

ট্রাকচালক মোহাম্মদ আলী বলেন, ‘আমি ট্রাকে করে ভেকু (এক্সকাভেটর বা খননযন্ত্র) নিয়ে ঢাকা থেকে রওনা হই। সকালে থেকে নাশতা করে গোপালগঞ্জ পৌঁছালে হঠাৎ সামনে দেখি অ্যাম্বুলেন্স রং সাইডে (উল্টো পথে) চলে আসছে। অ্যাম্বুলেন্সকে বাঁচাতে গিয়ে আমি আমার গাড়ি বাম দিকে ফেলে দিই। গাড়িতে আমার সহযোগী সাগর (২৫) ও আরও তিনজন ছিল। এখন কে কোথায় আছে, তা জানি না।’