দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান মামুন শেখ (৪১)। মাছ ধরা শেষে গোসলের জন্য নদীতে ঝাঁপ দেন তিনি। দীর্ঘক্ষণ পরও মামুন না উঠে আসায় পাড়ে থাকা বন্ধুরা নদীতে নেমে খোঁজাখুঁজি করেন, না পেয়ে খবর দেন ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের সদস্যরাও তাঁকে না পেয়ে পরে খবর দেন ডুবুরি দলকে। পরে সন্ধ্যায় নদী থেকে মৃত অবস্থায় মামুনকে উদ্ধার করেন ডুবুরিরা।
আজ সোমবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের করতোয়া নদীর বালুপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। নিহত মামুন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাজারপাড়া গ্রামের ভালু মিয়ার ছেলে। তিনি একজন নির্মাণশ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর রাহাত মিয়া বলেন, বেলা ২টার দিকে পৌর শহরের করতোয়া নদীর সেতু থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণে বালুপাড়া ঘাটে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে যান মামুন। মাছ ধরা শেষে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মামুন শেখ। পরে স্থানীয় ব্যক্তিরা অনেক খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান চালান। মামুনকে না পেয়ে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল সন্ধ্যায় নদীতে উদ্ধার অভিযান চালিয়ে মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, নদীতে এক যুবক নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থল ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযান চালায়। ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা ছয়টার দিকে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।