অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট (প্রতিশ্রুতি) আছে। তাঁরা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন।
আজ শনিবার বিকেলে রংপুরের গঙ্গাচড়ায় এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ফরিদা আখতার। গঙ্গাচড়া কেএনবি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও তিস্তা নদী রক্ষা কমিটি, প্রান্তিক খামারি ও মৎস্যজীবী সমিতি এ গণসমাবেশের আয়োজন করে।
ফরিদা আখতার বলেন, এখন তিস্তা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ করা হলে নদী ও জলাশয়ে দেশি মাছের সরবরাহ বাড়বে। এই নদীগুলোকে বাঁচিয়ে রাখলে মানুষের মুখে হাসি ফুটবে।
ভূমি মন্ত্রণালয়ের ভুল নীতি মানুষের জীবন–জীবিকাকে নষ্ট করে দিচ্ছে বলে উল্লেখ করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। তিনি বলেন, তিস্তা নদীসহ জলাশয়গুলো মরে যাচ্ছে। জলাশয়গুলোকে বাঁচিয়ে রাখতে বাণিজ্যিক স্থান হিসেবে ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানান তিনি। গণসমাবেশ শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত প্রান্তিক খামারি ও মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন এবং তিস্তা নদী পরিদর্শন করেন।
এর আগে আজ সকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা নীলফামারীর সৈয়দপুরের ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা এবং রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।