চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি ঝরনার কূপ থেকে বেড়াতে আসা দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পর্যটকেরা হলেন চট্টগ্রাম শহরের আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির মৃত সুরুজ মিয়ার ছেলে মো. আরিফ (১৯) ও একই এলাকার মো. আবছারের ছেলে মো. জামিল (১৬)। আরিফ পেশায় বিদ্যুৎ-কর্মী ও জামিল নবম শ্রেণির শিক্ষার্থী। রোববার রাত সাড়ে আটটায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের রূপসী ঝরনার কূপ থেকে তাঁদের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকাল ১০টায় চট্টগ্রাম শহর থেকে ৯ জনের একটি দল মিরসরাইয়ের রূপসী ঝরনায় বেড়াতে আসেন। বেলা তিনটার দিকে সবাই ফিরে গেলেও আরিফ ও জামিল ঝরনার এক ধাপ ওপরের একটি কূপে গোসল করতে নেমে ডুবে যান। তাঁদের আসতে দেরি দেখে সঙ্গের পর্যটকেরা সন্ধ্যা সাতটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। সেখান থেকে ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে তারা। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে আটটার সময় ঝরনার ওপরের একটি কূপ থেকে দুই কিশোর ও তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘রূপসী ঝরনায় দুই পর্যটক নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি আমরা। রাত সাড়ে আটটার দিকে ঝরনার এক ধাপ ওপরের একটি কূপের ১৫ ফুট নিচ থেকে একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় দুজনের লাশ উদ্ধার করি আমরা। সাঁতার না জানায় কূপে ডুবে মৃত্যু হয়েছে দুই পর্যটকের। উদ্ধার করা লাশ দুটি পুলিশকে বুঝিয়ে দিয়েছি আমরা।’
জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘নিহত দুই পর্যটকের লাশ আমাদের হেফাজতে আছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তাঁদের স্বজনদের কাছে দেওয়া হবে।’