দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) থেকে তৃণমূল বিএনপির প্রার্থী হতে চান দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। মঙ্গলবার তিনি এই আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রাতে তৈমুর আলম খন্দকার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করে বলেন, আপাতত নারায়ণগঞ্জ-১ আসন থেকেই তিনি নির্বাচনের কথা ভাবছেন। তবে অন্য কোনো আসন থেকে যে তিনি মনোনয়ন ফরম কিনবেন না, তা এখনই বলা যাচ্ছে না। তৃণমূল বিএনপি দেশের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে বলেও তিনি জানান।
গত রোববার তৈমুর আলমের নেতৃত্বে তৃণমূল বিএনপির একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এর এক দিন পর তিনি নারায়ণগঞ্জ-১ আসন থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
রূপগঞ্জের রূপসী এলাকায় তৈমুর আলমের পৈতৃক বাড়ি। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ওই এলাকার বর্তমান সংসদ সদস্য। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৈমুর আলম বিএনপি থেকে ওই এলাকায় নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
আইনজীবী তৈমুর আলম খন্দকার দীর্ঘদিন বিএনপির হয়ে রাজনীতি করেছেন। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও মহানগর বিএনপির নেতৃত্বে ছিলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদও পেয়েছিলেন তিনি। তবে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও ২০২২ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হন তৈমুর আলম খন্দকার। এই সিদ্ধান্তের কারণে গত বছরের জানুয়ারিতে তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির মহাসচিব হয়ে রাজনীতিতে ফেরেন তৈমুর আলম খন্দকার। এ ঘটনার পর তৈমুর নারায়ণগঞ্জে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
এবারের জাতীয় নির্বাচনে তৃণমূল থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে জানিয়ে তৈমুর আলম বলেন, ‘গত দুই নির্বাচনে কী হয়েছে, তা আমরা দেখেছি। এবার আমরা বিনা বাধায় কাউকে ক্ষমতায় যেতে দেব না। আমরা গণতন্ত্র ও জনগণের জন্য লড়াই করব। এই লড়াইয়ে কোনো বড় দলের সঙ্গে তৃণমূল বিএনপি জোটে যাবে না। তবে কোনো দল যদি আমাদের সঙ্গে জোটে আসতে চায়, তাহলে আমরা তাদের স্বাগত জানাব।’