টাঙ্গাইলের ভূঞাপুরে ঋণ পাওয়ার আশায় ঢাকায় সমাবেশে যাওয়ার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভূঞাপুরে উপজেলার মহির উদ্দিন, খায়রুল, সাগর, সামাদ, মোতালেব, ঠান্ডু ও রহিমা এবং গোপালপুর উপজেলার আবদুর রশিদ, জয়নাল, শিল্পী, নাজমা, সামিরন ও হাফিজা। এ সময় জব্দ করা হয় কালো রঙের একটি মাইক্রোবাস।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠন বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভনে নারী ও পুরুষদের নিয়ে সোমবার সকালে ঢাকায় যাচ্ছিল। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। জব্দ করা হয় তাঁদের বহনকারী মাইক্রোবাস। এর আগে রোববার রাতে দুই নারীকে আটক করা হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম বলেন, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকা ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।