সাভারে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকার অদূরে সাভারের আমিনবাজার এলাকায় বালুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলি আক্তার (২৬) রংপুর জেলার পীরগাছা থানার দাদন গ্রামের আবদুল গফুরের মেয়ে। তিনি সাভারের আশুলিয়ায় বোনের সঙ্গে ভাড়া বাসায় থেকে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করেছে সাভার হাইওয়ে থানা–পুলিশ।

সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, আজ সকালে বেলি আক্তার কাজের উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর মোটরসাইকযোগে তিনি ঢাকার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে বহনকারী মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এসে সামনের একটি বালুবোঝাই ট্রাককে অতিক্রম করে। এর পরপরই চাকা পিছলে মোটরসাইকেলটি পরে যায়। এ সময় পেছন থেকে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হন বেলি আক্তার। ঘটনাস্থলেই মারা যান তিনি। মোটরসাইকেলচালক আহত হন। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ছাড়া স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকের চালককে আটক করা হয়। আটক মো. রঞ্জু (২৮) গাইবান্ধার মৃত মোজাফফর হোসেনের ছেলে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ আবুল হাসান প্রথম আলোকে বলেন, বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী পোশাকশ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ট্রাকের চালককে আটক করা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।