সংস্কার কমিশনের সুপারিশমালায় যেন জন-আকাঙ্ক্ষাগুলো গুরুত্ব পায়

সংস্কার কমিশনের কাছে জন-আকাঙ্ক্ষাভিত্তিক সুপারিশমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করে রাজশাহী সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয়
ছবি: প্রথম আলো

আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচনব্যবস্থা, এক ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ বাতিল ও নতুন নিয়োগ আইন করার দাবি জানিয়েছেন রাজশাহী সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নেতারা। আজ শনিবার দুপুরে রাজশাহী নগরের সাহেববাজারে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এই দাবি তুলে ধরেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন সুজনের রাজশাহী জেলার সভাপতি আহমদ সফি উদ্দিন। লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কমিটির সভাপতি মো. পিয়ার বক্স, আঞ্চলিক সমন্বয়কারী মো. মিজানুর রহমান, সুজনের সদস্য অধ্যাপক আসাদ আলী, আনসার আলী, অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচনব্যবস্থা, সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্যবিষয়ক, গণমাধ্যম, শ্রমিক অধিকার, নারীবিষয়ক ও স্থানীয় সরকার সংস্কারে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ শাসনের অবসানের পরে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থান–পরবর্তী সময়ে জনগণের মনে রাষ্ট্র সংস্কারের গভীর আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশনও করা হয়েছে। সংস্কার কমিশনের কাছে সুজনের প্রত্যাশা, তাঁদের সুপারিশমালায় যেন জন-আকাঙ্ক্ষাগুলো গুরুত্ব পায়।

সুজনের রাজশাহী জেলার সভাপতি আহমদ সফি উদ্দিন বলেন, আগামী সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ সামনে এসেছে। একজনের বদলে আরেকজন বসলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে, এটা তাঁরা মনে করেন না। জনদাবির পরিপ্রেক্ষিতে সংস্কার কমিশন গঠিত হয়েছে। সংস্কার কমিটি সংস্কারের সুপারিশগুলো সরকারের কাছে দেবে, পরে সরকার তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। এই সংস্কার যেন কোনো মুষ্টিমেয় গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য না হয়ে সবার জন্য হয়, সেই চাপ অব্যাহত রাখতে হবে। সংস্কার কমিটিগুলো যেন এমন সুপারিশমালা করে, যাতে জনগণের আকাঙ্ক্ষা গুরুত্ব পায়।