চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে দিলরুবা বেগমের (৩৫) লাশ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীর নাম আবদুল আলিম (৪০)। এর আগে গতকাল শুক্রবার রাতে কর্ণফুলী থানায় মামলা করেন নিহতের ছোট ভাই সেলিম উল্লাহ। এরপর রাতেই চট্টগ্রাম নগর থেকে আবদুল আলিমকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার সকালে শিকলবাহা খালে ভাসমান অবস্থায় লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় এবং গতকাল দুপুরে লাশের পরিচয় জানা যায়।
২০১০ সালে কোতোয়ালি থানা এলাকার আবেদিন কলোনির আবদুল আলিমের (৪০) সঙ্গে দিলরুবা বেগমের বিয়ে হয়। তাঁদের ঘরে এক ছেলে এক ও মেয়েসন্তান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে দুজনের মধ্যে বনিবনা ছিল না। গত ২৭ অক্টোবর রাতে আবদুল আলিম ফোন করে স্ত্রীর ভাইকে জানান, তাঁদের বোনকে পাওয়া যাচ্ছে না। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্বামী আলিমই খুন করে তাঁর লাশ গুম করতে নদীতে ফেলে দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন প্রথম আলোকে বলেন, নারীর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী আবদুল আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।