ছুরিকাঘাত
ছুরিকাঘাত

দুই বন্ধুর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে রাজমিস্ত্রির মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দুই বন্ধুর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এতে ছুরিকাহত হয়েছেন অপর দুজন। গতকাল শনিবার রাতে উপজেলার গাবী গ্রামের পাশে পরিত্যক্ত সুনেত্র গ্যাসফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত রাজমিস্ত্রির নাম হৃদয় হাসান (২৩)। তিনি উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের কৃষক আক্কাস মিয়ার ছেলে। এ ঘটনায় আহত দুজন হলেন শামীম আহমেদ (১৯) ও অন্তর মিয়া (১৮)। আহত দুজনকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত হৃদয় হাসানের মা আম্বিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেড়াডা কৃষিকাজের পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করত। তিন মাইস ধইরা সে শ্বশুরবাড়িতে আছিল। ওয়াজ শুনতে শুক্রবারে বাড়িত আইছিল। দুই বছর আগে হে বিয়া করছে। হের আট মাসের একটা মাইয়া সন্তান আছে। যারা আমার ছেড়াডারে মারছে হেরার ফাঁসি চাই।’

ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাইন তালুকদারসহ চারজনকে আটক করা হয়েছে। নিহত তরুণের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের নাম, ঠিকানা ও বয়স যাচাই করা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।