ঝিনাইদহে তারের ওপর থেকে পেঁপেগাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার সুরাপারা গ্রাম থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়।
নিহত তিনজন হলেন ওই গ্রামের বাসিন্দা রেশমা খাতুন (৪৫), হাসিনা বেগম (৬৫) ও মোকছেদ মোল্লা (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে গতকাল রোববার বিকেলে সুরাপারা গ্রামে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর পেঁপেগাছ ভেঙে পড়ে। মোকছেদ মোল্লা তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তবে মোকছেদ মোল্লার পরিবারের কেউ ঘটনাটি জানতে পারেননি। রাতে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে তাঁকে পাননি। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মৃতদেহ দেখতে পাওয়া যায়। পরে বিদ্যুতের তার থেকে মোকছেদ মোাল্লাকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা আহত রেশমা খাতুন ও হাসিনা বেগমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার জানান, হাসপাতালে আসার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেশমা খাতুন ও হাসিনা খাতুন মারা যান।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। বিদ্যুৎ বিভাগকে বলে বিদ্যুতের সরবরাহ বন্ধ করা হয়। পরে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়।