চট্টগ্রামে ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের বিরোধ, হামলা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে কারখানার গাড়ি ভাঙচুর। আজ দুপুরে
 ছবি: সংগৃহীত

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চট্টগ্রাম নগর যুবদলের কর্মীদের মধ্যে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা একটায় নগরের সাগরিকা বিটাক বাজার সংলগ্ন এইচবি নিটেক্স লিমিটেডে এ হামলা হয়। এতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিএনপি ও পুলিশ সূত্র জানায়, ৫ আগস্টের পর এইচবি নিটেক্স লিমিটেডের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেন যুবদলের কর্মী মোহাম্মদ মহিউদ্দিন। তাঁর সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তিও হয়। পরে মহিউদ্দিন ঝুট বের করতে গেলে বাধা দেন আরেক যুবদল কর্মী মো. মাছুম। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। আজ দুপুরে মোহাম্মদ মহিউদ্দিনের লোকজন কারখানা থেকে ঝুট বের করতে গেলে হামলা করেন মাছুমের অনুসারীরা। পরে কারখানার তিনটি যানবাহন ভাঙচুর করা হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই ঝামেলা চলে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পোশাক কারখানায় জামাকাপড় তৈরির পর বাড়তি যে কাপড় রয়ে যায়, তা-ই ঝুট কাপড়। এসব কাপড় দিয়ে তুলা, সুতাসহ বিভিন্ন উপকরণ তৈরি করা হয়।

ঘটনার বিষয়ে কারখানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৫ আগস্টের পর ঝুটের ব্যবসা নিয়ে মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে প্রতিষ্ঠানের চুক্তি হয়। কিন্তু মাছুম এটা মেনে নিতে পারেননি। এর পর থেকে এই দুই পক্ষের মধ্যে সমস্যা চলছে। পরে আজ কারখানা ভাঙচুর করা হয়েছে। শ্রমিকদেরও মারধর করা হয়েছে।

নগরের উত্তর কাট্টলী এলাকার যুবদলের কর্মী মোহাম্মদ মহিউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ৫ আগস্টের পর থেকেই মাছুমের অনুসারীরা ঝামেলা করছেন। সর্বশেষ আজ ঝুট বের করতে গেলে তাঁদের ওপর হামলা হয়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় মাছুমের বক্তব্য পাওয়া যায়নি। মাছুম দক্ষিণ কাট্টলীর বাসিন্দা।

সিটি করপোরেশনের ১১ নম্বর (দক্ষিণ কাট্টলী) ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাইফুল আলম প্রথম আলোকে বলেন, দুই মাস ধরে মাছুম ও মহিউদ্দিনের মধ্যে ঝামেলা মেটানোর চেষ্টা করছেন তাঁরা। কিন্তু মাছুম সাড়া দিচ্ছেন না।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ প্রথম আলোকে বলেন, জুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের খবর পেয়েছেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিম পাঠানো হয়েছে।