ময়মনসিংহের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা জোরদারে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায়
ময়মনসিংহের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা জোরদারে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায়

ময়মনসিংহে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পুলিশি নিরাপত্তা জোরদার

ময়মনসিংহের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা জোরদারে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সোমবার ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারত-বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আজ মঙ্গলবার সকাল থেকে ভিসা সেন্টারটির নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়।

নগরের র‍্যালির মোড় এলাকার শাহজাহান সেন্টারের অভ্যন্তরে ভারতীয় হাইকমিশনে আবেদনের জন্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র রয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, নিরাপত্তায় রয়েছেন পুলিশের সদস্যরা। ভিসা আবেদন কেন্দ্রটির কলাপসিবল গেটে তালা ঝুলছিল। সেখানে নোটিশ টানানো রয়েছে। তাতে লেখা, ‘শুধু পাসপোর্ট বিতরণ করা হচ্ছে। বিতরণের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।’ এ সময় কার্যালয়টি বন্ধ থাকলেও সামনে তিনজন পুলিশের কনস্টেবল ও দুজন সহকারী উপপরিদর্শককে দায়িত্ব পালন করতে দেখা যায়।

দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, আজ সকাল আটটা থেকে এখানে তাঁরা দায়িত্ব পালন করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজর রাখছেন।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটির আশপাশে আরও কিছু দোকান রয়েছে। সেসব দোকান থেকে অনলাইনে ভিসার আবেদনপ্রক্রিয়া করা হয়। এনি এন্টারপ্রাইজ নামের একটি দোকানের মালিক ভজন দাস বলেন, ৫ আগস্টের পর থেকে কার্যালয়টিতে আবেদনপত্র গ্রহণ করা বন্ধ রয়েছে। চিকিৎসাসংক্রান্ত জরুরি অবস্থার আবেদনগুলো অনলাইনে করা হয়। তিনি আরও বলেন, আজ সকাল থেকে পুলিশকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখছেন। এখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা তাঁদের নেই।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) আজিজুল ইসলাম বলেন, যতটুকু সম্ভব বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে সার্বক্ষণিক কিছু পুলিশ রাখা হয়েছে।