নরসিংদীর শিবপুরে তালের কোন্দায় (তালগাছ থেকে তৈরি ছোট নৌকা) চড়ে বিলের পানিতে শাপলা তুলতে গিয়েছিল লামিয়া (১২) ও ইলমা (১০) নামের দুই শিশু। নৌকাটি উল্টে গিয়ে পানিতে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগাবন্দ গ্রামে শেখেরধর সেতুসংলগ্ন বিলে এ ঘটনা ঘটে
লামিয়া ও ইলমার বাড়ি দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ গ্রামে। লামিয়ার বাবার নাম নুরুল ইসলাম এবং ইলমার বাবার নাম আবদুল করিম।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, লামিয়া ও ইলমা প্রায়ই একসঙ্গে খেলত। গতকাল বিকেলে বাড়ির পাশের বিলে তালের কোন্দায় চড়ে শাপলা তুলতে যায় তারা। এ সময় কোন্দার দুই প্রান্তে বসে বিল থেকে শাপলা টেনে তুলছিল। একটি শাপলা ধরে টান দিলে কোন্দাটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় শিশু লামিয়া ও ইলমা কোন্দার নিচে আটকে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ও স্বজনেরা বিলে নেমে দুজনের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, ওই দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।