বান্দরবানের চার উপজেলা থেকে উঠল নিষেধাজ্ঞা। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই চার উপজেলায় বেড়াতে যেতে পারবেন পর্যটকেরা। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন আজ বুধবার দুপুর ১২টায় সংবাদ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন। এর ফলে জেলা সদর, চিম্বুক, নীলগিরি, লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় ভ্রমণে আর বাধা থাকল না। গতকাল মঙ্গলবার নিরাপত্তা–সংক্রান্ত জেলা কোর কমিটির সিদ্ধান্তে চার উপজেলা পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
আজ দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল আলমসহ বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তারা। এ ছাড়া পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট হোটেল-মোটেল মালিক সমিতি ও পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেছেন, নিরাপত্তার বিষয় বিবেচনা করে গত ৮ অক্টোবর থেকে জেলায় পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। বিষয়টি নিয়ে পরে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। গতকাল জেলা কোর কমিটির সভায় বিস্তারিত আলোচনায় আগামীকাল থেকে বান্দরবান সদর, লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় এবং একই সঙ্গে চিম্বুকপাহাড় ও নীলগিরিতে পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। তবে রুমা, থানচি ও রোয়াংছড়ি—এই তিন উপজেলায় পর্যটনের ব্যাপারে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি সাপেক্ষে সেখানে পর্যটক ভ্রমণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।