গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমানের বাড়িতে আগুন
গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমানের বাড়িতে আগুন

গৌরনদীতে সাবেক মেয়রের বাড়ি ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল সোমবার দিবাগত রাতে গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমানের বাড়ি ও আওয়ামী লীগের দলীয় কার্যালয় অগ্নিসংযোগ এবং চার নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর খবর ছড়িয়ে পড়লে বিকেল চারটার দিকে গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল গৌরনদী বাসস্ট্যান্ডে এসে জড়ো হয়। এ সময় ছাত্র–জনতা একটি বিজয় মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পৌরসভার টিখাসার গ্রামের মো. মতিউর রহমান জানান, গতকাল রাত তিনটার দিকে হঠাৎ গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমানের বাড়িতে আগুন জ্বলতে দেখতে পান। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই সম্পূর্ণ বাড়িটি পুড়ে যায়। এর আগে গৌরনদী বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ অফিসে হামলা করে ব্যাপক ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয়।

সাবেক মেয়রের ভাতিজা মো. মিন্টু মিয়া জানান, মেয়রের বসতঘরে কেউই ছিলেন না। রাতে দুর্বৃত্তরা আগুন দিলে বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

একই রাতে একদল দুর্বৃত্ত চাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, চাদশী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আ. লতিফ, মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারীর বাড়ি, নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহন মণ্ডল, নলচিড়া যুবলীগ নেতা আতাউর রহমানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেছে।

এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মকভাবে আমরা কাজ করছি। বিক্ষুব্ধ ছাত্র–জনতা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে। তবে এখন শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ রয়েছে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর পালানোর খবরের পরে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।