ঢাকার ধামরাইয়ে গতকাল শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন
ঢাকার ধামরাইয়ে গতকাল শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন

মহাসড়কে থেমে থাকা বিকল মিনি ট্রাকে ট্রাকের ধাক্কা, নিহত ২

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বিকল হয়ে থেমে থাকা ইটবোঝাই মিনি ট্রাকে পেছন থেকে পণ্যবাহী একটি ট্রাক ধাক্কা দিলে দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মিনি ট্রাকের চালক জামালপুর সদরের শিলিকুরিয়া গ্রামের কাঞ্চন (২৩) এবং চালকের সহযোগী নেত্রকোনার রোদনূর গ্রামের আশরাফুল (১৯)।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহেল রানা বলেন, গতকাল রাত পৌনে একটার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিনি ট্রাকটি মহাসড়কের ওপর বিকল হয়ে পড়ে ছিল। চালক ও তাঁর সহকারী গাড়িটির নিচে ঢুকে মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় অপর একটি ট্রাক সেই মিনি ট্রাককে ধাক্কা দিলে দুজনেই মারা যান। লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা তা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি ট্রাক থানায় আনা হয়েছে। ঘটনার জন্য দায়ী ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।