ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জয় চন্দ্র সাহা (২৭) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর বাবার দাবি, ওই ব্যাগে ১৮ লাখ টাকা ছিল।
জয় চন্দ্র সাহা কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকার জয়কালী ভান্ডারের মালিক বিশ্বনাথ সাহার ছেলে। আহত জয়কে প্রথমে কিশোরগঞ্জের ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শনিবার বেলা একটার দিকে ঘটনাস্থলে গেলে রসুলপুর এলাকার বাসিন্দা মো. এমারত হোসেন বলেন, গতকাল এশার নামাজের সময় হইচই শুনে তিনি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যান। এ সময় করাতকলের কয়েকজন শ্রমিক চিৎকার করতে করতে এগিয়ে আসেন। অন্যদিকে একটি কালভার্টের পাশে দুই থেকে তিনজন লোক ধানখেত দিয়ে দৌড়ে পালাচ্ছেন। তিনি কাছে গিয়ে জানতে পারেন, এক ব্যবসায়ীকে কুপিয়ে দুর্বৃত্তরা তাঁর টাকার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। পরে তারঘাট বাজার থেকে আরও লোকজন এসে আহত ব্যক্তিকে কিশোরগঞ্জে নিয়ে যান।
জয়ের বাবা বিশ্বনাথ সাহা বলেন, জয় সাহা প্রতি সপ্তাহে মোকামে যান ব্যবসায়ীদের কাছ থেকে বকেয়া টাকা উত্তোলন করার জন্য। গতকাল দুপুরে জয় টাকা উত্তোলন করতে শুরু করেন। বিকেলে জয় নান্দাইল রোড বাজার হয়ে তারঘাট বাজারে আসেন। সেখানে টাকা উত্তোলন করে জয় তাঁকে সন্ধ্যায় মুঠোফোনে জানান, তিনি অটোরিকশায় চড়ে কিশোরগঞ্জে আসছেন। কিছুক্ষণ পর জয় আবার তাঁকে মুঠোফোনে বলেন, অস্ত্রধারী দুর্বৃত্তদের কবলে পড়ে জয়ের টাকার ব্যাগ ছিনতাই হয়েছে। ওই ব্যাগের ১৮ লাখ ছিল বলে বিশ্বনাথ দাবি করেন।
তারঘাট বাজারে ব্যবসায়ী রতন মিয়া বলেন, বাজারের দুটি দোকান থেকে জয়কে আট লাখ টাকা উত্তোলন করতে দেখেন তিনি। পরে জয় সড়কে দাঁড়ানো একটি অটোরিকশায় চড়েন। দুর্বৃত্তরা ওই অটোরিকশায় যাত্রীবেশে আগেই বসা ছিল বলে তিনি ধারণা করছেন। পরে রসুলপুর এলাকায় যাওয়ার পর দুর্বৃত্তরা জয়কে কুপিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
তারঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফ বলেন, এই বাজারে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা–বাণিজ্য ও লেনদেন হয়ে থাকে। কিন্তু কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। এ ঘটনা ব্যবসায়ীদের মনে আতঙ্ক তৈরি করেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ওই ব্যবসায়ী আহত থাকায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।