সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে সাঁতারে নেমে ঢাকার এক পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই পর্যটকের নাম সালাম (২৩)। তিনি মিরপুর-১১ এলাকার মৃত কালামের ছেলে। আজ রোববার বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটন স্পটে পানিতে নেমে সাঁতার দিতে গিয়ে নিখোঁজ হন সালাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর থেকে ৬ বন্ধু মিলে সিলেটের কোম্পানীগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন। দুপুরের দিকে সিলেটে পৌঁছে তাঁরা পানিতে নামেন। বেলা আড়াইটার দিকে পানিতে সাঁতার কাটতে গিয়ে পানির প্রবল স্রোতে সালাম তলিয়ে যান। এ সময় বন্ধুদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। বিকেল সাড়ে পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সালামের সন্ধান পাওয়া যায়নি।
সালামের সঙ্গে আসা বন্ধু মো. সাজ্জাদ হোসেন জানান, তাঁরা সবাই পানিতে নেমেছিলেন। এর মধ্যে সালাম কিছুটা গভীরে চলে গিয়েছিলেন। একপর্যায়ে সালাম পানির স্রোতে তলিয়ে যান। সালাম পেশায় ব্যবসায়ী বলে জানান সাজ্জাদ হোসেন।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, রোববার বিকেল সাড়ে পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সন্ধান চালানো হচ্ছে।