কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় দুই টাকায় মৌসুমি ফল তরমুজ কিনেছেন নিম্ন আয়ের মানুষেরা। পবিত্র রমজান মাস উপলক্ষে দুই টাকার এই তরমুজ বিক্রির উদ্যোগ নিয়েছে রাজীবপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রুহি ফাউন্ডেশন। ব্যবস্থাপনায় রয়েছে রাজীবপুর মডেল প্রেস ক্লাব।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজীবপুর বাজারে দুই টাকায় তরমুজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান। প্রথম দিনে নিম্ন আয়ের প্রায় শতাধিক মানুষের মধ্যে এই তরমুজ বিক্রি করা হয়। মাত্র দুই টাকায় তরমুজ পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষজন।
মাহমুদুল হাসান জানান, ‘প্রতিবছর আমরা ছিন্নমূল মানুষজনের জন্য ইফতার ও পথশিশুদের জন্য ঈদে নতুন জামার ব্যবস্থা করে থাকি। এ বছর নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে দুই টাকায় তরমুজ বিতরণ শুরু করলাম।’
রাজীবপুর মডেল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, রুহি ফাউন্ডেশনের অর্থায়নে নিম্ন আয়ের মানুষের জন্য দুই টাকায় তরমুজ বিতরণ করা হচ্ছে। সপ্তাহে দুই দিন এই তরমুজ বিক্রি করা হবে। অন্যান্য দিন ছিন্নমূল মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে।
দুই টাকায় তরমুজ পেয়ে হালিমা খাতুন (৩৭) বলেন, ‘বাজারত একটা তরমুজ কিনতে গেলে তিন–চার শ ট্যাহা লাগে। রোজা–রমজানের দিনে দুই ট্যাহায় তরমুজ পাইছি। আজ তরমুজ খাইয়া রোজা খুলুম। দুই ট্যাহায় তরমুজ পাইয়া খুব খুশি হইছি।’
এ সময় রাজীবপুর বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সবুর ফারুকী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম, রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম, রাজীবপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম ও প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।