তর্ক-বিতর্ক, যুক্তি খণ্ডনের মাধ্যমে বিতর্ক করতে গিয়ে শিক্ষার্থীদের অনেক জ্ঞানের চর্চা করতে হয়। তাই তো সাধারণ শিক্ষার্থীদের চেয়ে বিতার্কিকদের জ্ঞানের পরিধি অনেক বেশি। এই বিতর্কচর্চা করে একদিন তারাই দেশ পরিচালিত করবে।
আজ শুক্রবার রংপুরে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সকাল ৯টায় নগরের শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ে এই উৎসবের উদ্বোধন করেন রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন।
উৎসবের উদ্বোধন পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র রায় ও প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক। এরপর বিতর্ক নিয়ে কর্মশালায় আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক মিফতাহুজ্জান্নাত আমরিন। মাদকের কুফল নিয়ে আলোচনা করেন দ্য মিলেনিয়াম স্টারস স্কুল ও কলেজের শিক্ষক মারুফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র–গবেষক শাশ্বত ভট্টাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও লেখক তুহিন ওয়াদুদ, সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষক আজহারুল ইসলাম, মাহিগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক সাহিত্যিক নাসিমা আক্তার প্রমুখ।
দিনব্যাপী এই বিতর্ক উৎসবে রংপুর, নীলফামারী ও লালমনিরহাট—এই ৩ জেলার ১৬টি স্কুল অংশগ্রহণ করছে। বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন চলছে। প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে থেকে চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করবে ঢাকায় চূড়ান্ত পর্বে। বারোয়ারি বিতর্ক থেকে সেরা একজন ঢাকায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।