দিনাজপুরের পার্বতীপুরে ঈদের দিনে বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে অটোরিকশাচাপায় প্রাণ হারিয়েছে শিশু রিফা আক্তার (৮)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের কেশুরভাঙ্গা এলাকায় পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। আদরের মেয়েকে হারিয়ে তার মা–বাবা এখন পাগলপ্রায়।
নিহত শিশু রিফা আক্তার পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের বুড়িরহাট এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে।
এলাকাবাসী জানান, আবদুর রাজ্জাক ঈদের দিন বিকেলে শিশুকন্যা রিফাকে নিয়ে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের পাশে তিস্তা ক্যানেল এলাকায় ঘুরতে যান। মেয়েকে সেখানে বেশ কিছু সময় ধরে ঘুরিয়ে দেখান। চটপটি খাওয়ান। এরপর তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে মেয়ের হাত ধরে সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাঁদের সজোরে ধাক্কা দেয়। এতে বাবা-মেয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। পরবর্তী সময়ে পেছনে থাকা অপর একটি অটোরিকশা শিশু রিফা আক্তারকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
চোখের সামনে মেয়ের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আবদুর রাজ্জাক। শিশুটির মৃত্যুতে এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।