বান্দরবানের থানচিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুশিক্ষার্থীকে এখনো উদ্ধার করা যায়নি। পরিবারের সদস্যরা জানে না কী ঘটেছে তাদের ভাগ্যে? তাদের উদ্ধারে আজ মঙ্গলবার সকাল নয়টায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও রয়েছেন। গতকাল সোমবার দুপুরে থানচি উপজেলা সদরে আসার সময় নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।
তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানিয়েছেন, নিখোঁজ দুই শিশুকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। গতকাল বৃষ্টি বেশি হওয়ায় পাহাড় থেকে নেমে আসা সাঙ্গু নদের উত্তাল স্রোতে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। পরে নদের পানি কমলে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
গতকাল রুনাজনপাড়া থেকে যন্ত্রচালিত নৌকায় পর্দাকখাল হয়ে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ পাঁচ থেকে ছয়জন উপজেলা সদরে আসছিলেন। পথে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শান্তি রানী ত্রিপুরা ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফুলবাণী ত্রিপুরা নিখোঁজ হয়। তারা একটি মিশনারি ছাত্রীনিবাসে থেকে টিমংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। আগামীকাল বুধবার বিদ্যালয় খুলবে, তাই তারা ছাত্রীনিবাসে আসছিল। প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট স্রোতে নৌকা উল্টে গেলে তারা নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের থানচি স্টেশন কর্মকর্তা তরুণজ্যোতি বড়ুয়া জানিয়েছেন, তাঁরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে ঘটনাস্থল পর্দাকখালে যাচ্ছেন। থানচি উপজেলা সদরের উজানে সাঙ্গু নদের স্রোতের বিপরীতে ঘটনাস্থলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে।