ময়মনসিংহে ট্রাকচাপায় দুই বোনসহ অটোরিকশার তিন যাত্রী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার বেলা ১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের কাশিগঞ্জ বাজারের পাশে গজহরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেন। নিহত ব্যক্তিরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৌলাম গ্রামের সিএনজিচালক মো. মোস্তাকিম মিয়া (৩০), নেত্রকোনা সদর উপজেলার মদনপুর গ্রামের ছিদ্দিকুর রহমান আওলাদের মেয়ে সাকি আক্তার (১৭) ও লাকি আক্তার (৩০)। এ দুর্ঘটনায় আহত হয়েছে নিহত লাকি আক্তারের মেয়ে হুমায়রা আক্তার।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতাল থেকে লাকি আক্তারের চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরছিলেন। কাশিগঞ্জ বাজার এলাকায় ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোস্তাকিম ও সাকি আক্তার নিহত হন। আহত অবস্থায় লাকি ও তাঁর মেয়ে হুমায়রাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাকিকে মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অটোরিকশা ও ট্রাকটি শ্যামগঞ্জ হাইওয়ে থানা–পুলিশের হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।