ময়মনসিংহে এক সমন্বয়ককে মুঠোফোনে হত্যার হুমকি, থানায় জিডি

ময়মনসিংহ জেলার মানচিত্র
ময়মনসিংহ জেলার মানচিত্র

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে দায়িত্ব পালন করা একজন সমন্বয়ককে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নগরের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

হুমকি পাওয়া সমন্বয়কের নাম আশিকুর রহমান (২৬)। তিনি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আবু তালেবের ছেলে। আশিকুর রহমান ময়মনসিংহ নগরের কলেজ রোড এলাকার একটি বাসায় থাকেন। আনন্দ মোহন কলেজে স্নাতকোত্তরে পড়ছেন তিনি।

গতকাল থানায় করা জিডিতে আশিকুর রহমান উল্লেখ করেছেন, ১৫ ডিসেম্বর রাত ৮টার দিকে নগরের কলেজ রোডের বাসায় যাওয়ার সময় নিজের মুঠোফোনে অজ্ঞাতনামা পরিচয়ধারী ‘আলাপ অ্যাপস’ থেকে কল করে। এ সময় নিজের পরিচয় না দিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। তিনি ও পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটানোয় বিষয়টি নিয়ে জিডি করেছেন।

আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ফোন করার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তি আমার পরিচয় শনাক্ত করে। আমি সমন্বয়ক আশিক কি না জানতে চায়, আমি নিশ্চিত করার পর শুরু হয় হুমকি। বলতে থাকে, “তোকে গুলি করে মারব না, ছুরি দিয়েও মারব না, তিলে তিলে মারব। যত দিন বেঁচে থাকবি, তার জন্য শুভকামনা।”’ আশিকুর রহমান আরও বলেন, ‘১৫ ডিসেম্বর মুঠোফোনে হুমকি পেলেও গুরুত্ব দিইনি। কিন্তু বিষয়টি নিয়ে পরিবার উদ্বিগ্ন থাকায় জিডি করেছি। ব্যক্তিগতভাবে কারও সঙ্গে কোনো বিরোধ নেই, কারা এটি করেছে, তা বুঝতে পারছি না।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি নিয়ে থানায় জিডি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কিছু পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।