যশোরের অভয়নগর উপজেলায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে মালাধরা গ্রামে গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওই গৃহবধূর নাম আসমা বেগম (৪০)। তিনি উপজেলার মালাধরা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।
সাইদুল ইসলামের ভাইয়ের ছেলে হাবিবুর রহমান বলেন, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর কাকি (আসমা বেগম) শোয়ার ঘরে বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে যান। বাল্বের সুইচ চালু করার সময় তাঁর ডান পা ঘরে রাখা মিটসেফের নিচে চলে যায়। এ সময় মিটসেফের নিচে থাকা সাপ ডান পায়ের বুড়ো আঙুলে কামড় দেয়। তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অথৈ সাহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই আসমা বেগমের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম।