জামালপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচের ফাইনাল খেলায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে মেলান্দহ উপজেলায় ডেফলা সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার ঝাউগড়া এলাকার মো. ফরিদ (৬০) ও মো. খলিল (৪৫)। তাঁরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীর উদ্যোগে ডেফলা সেতুসংলগ্ন এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচের আয়োজন করা হয়। আজ প্রতিযোগিতার ফাইনাল ছিল। ফাইনালে ইসলামপুর ও মেলান্দহের নৌকা প্রতিযোগিতা করে। প্রতিযোগিতার একপর্যায়ে দুই নৌকার মধ্যে ধাক্কা লাগে। এতে নদের মধ্যেই উভয় নৌকার প্রতিযোগীদের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে উভয় উপজেলা থেকে আসা দর্শকেরাও মারামারিতে জড়িয়ে পড়েন। এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দেয়। এতে দুজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নদের মধ্যে প্রতিযোগী দুই নৌকার মধ্যে ধাক্কা লাগে। এতে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। তবে পুলিশের হস্তক্ষেপে বিষয়টি সেখানে সমাধান করা হয়েছে।