কাভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষক-শিক্ষার্থী আহতের প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আজ সোমবার বেলা পৌনে ৩টায় কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে
ছবি: প্রথম আলো

কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিক্ষক ও দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। উপজেলার গোমতা ইসহাকিয়া উচ্চবিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা আজ সোমবার সকালে প্রায় দেড় ঘণ্টা চার লেনের মহাসড়কটি অবরোধ করলে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য রুহুল আমিন বলেন, গতকাল রোববার বিকেলে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিলেন বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক জুয়েল রানা, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মহিবুল হাসান ও জাহিদ হাসান। মহাসড়কের দরানীপাড়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী বিআরটিসির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচা রাস্তায় গিয়ে তিনজনকে ধাক্কা দেয়। আহত ব্যক্তিদের মধ্যে শিক্ষক জুয়েল রানা ও ছাত্র জাহিদ হাসানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়। আরেক শিক্ষার্থী মহিবুল হাসানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীরা আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয়ের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বেলা সোয়া ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

এদিকে দীর্ঘ দেড় ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। দাউদকান্দি উপজেলা সদরে অবস্থিত বেগম আমেনা সুলতান বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আয়েশা আক্তার মজুমদার বলেন, তিনি সকালে কুমিল্লা থেকে বাসযোগে বিদ্যালয়ে রওনা দেন। সকাল পৌনে ১০টায় মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। দীর্ঘ সময় অপেক্ষার পর বেলা সোয়া ১১টায় বাস ছাড়ে। দীর্ঘ যানজটের মধ্যে আটকে ধীরে ধীরে বিদ্যালয়ে পৌঁছাতে হয়েছে।

চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মারুফ বলেন, ক্লাস করতে বাসযোগে কলেজে রওনা দেন। সকাল ১০টায় দাউদকান্দির ইলেটগঞ্জ এলাকায় পৌঁছে যানজটে আটকা পড়েন। গরমের মধ্যে দীর্ঘ দেড় ঘণ্টা বাসে বসে থেকেও বাস চলাচল স্বাভাবিক না হওয়ায় বেলা সাড়ে ১১টায় আবার বাড়ি ফিরে আসার জন্য বাসে ওঠেন।

গতকালের দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানের চালককে আটক করে দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওবায়দুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। আটক কাভার্ড ভ্যানের চালককে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।