নোয়াখালীতে সাবেক সংসদ সদস্যের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চেয়ে খুদে বার্তা

নোয়াখালী জেলার মানচিত্র
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউসের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে আত্মীয়স্বজন ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে টাকা চাচ্ছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় আয়েশা ফেরদাউসের পক্ষে হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আয়েশা হাতিয়ার বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলীর স্ত্রী।

আয়েশা ফেরদাউসের সাবেক ব্যক্তিগত সহকারী কনক মজুমদার প্রথম আলোকে বলেন, আজ শনিবার সকালে তিনি সাবেক সংসদ সদস্যের সামনে বসে ছিলেন। এমন সময় আয়েশা ফেরদাউসের মুঠোফোন নম্বর থেকে তাঁর ফোনে একটি খুদে বার্তা আসে জরুরি ভিত্তিতে ২৫ হাজার টাকা বিকাশে পাঠানোর জন্য। টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরও দেওয়া হয়। এর কিছুক্ষণ পর কয়েকজন স্বজন ও রাজনৈতিক নেতা জানান, তাঁদের হোয়াটসঅ্যাপ নম্বরেও একই খুদে বার্তা পাঠানো হয়েছে।

হাতিয়া থানা-সূত্রে জানা যায়, এ ঘটনায় সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউসের পক্ষে আজ দুপুরে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরিতে তিনটি নম্বর উল্লেখ করা হয়েছে, যেগুলোতে বিকাশে টাকা পাঠানোর জন্য বলা হয়েছে। নম্বরগুলোর সূত্র ধরে প্রতারক চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহমেদ প্রথম আলোকে বলেন, সাবেক সংসদ সদস্যের কাছ থেকে বিষয়টি জানার পর পুলিশ প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা করছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বিকাশে টাকা পাঠানোর জন্য দেওয়া নম্বর দুটি রাজশাহী ও চট্টগ্রামে ব্যবহৃত হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।