ভোলার চরফ্যাশন উপজেলায় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে উপজেলার চর আফজাল গ্রামের মুন্সি রাইস মিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
নিহত শ্রমিকের নাম মো. আল আমিন মাঝি (৩০)। উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর আফজাল গ্রামের আব্দুল জলিল মাঝির ছেলে তিনি। আহত ব্যক্তিরা হলেন আল আমিনের ভাই মো. ফিরোজ ও চালকলের মালিক মো. মনির মুন্সি (৪৫)। তাঁদের প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, আজ ভোররাত থেকে চালকলের মালিক মো. মনির মুন্সি তাঁর শ্রমিকদের নিয়ে ধান সেদ্ধ করার কাজ শুরু করেন। নিহত আল আমিন ছিলেন মিস্ত্রি। সকাল ছয়টার দিকে হঠাৎ বয়লার মেশিনের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে আল আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ফিরোজ ও মনির মুন্সি।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী প্রথম আলোকে বলেন, নিহত ও আহতদের পক্ষের কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। তাই মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি। থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াসিন সাঈদ ঘটনাস্থলে তদন্ত করতে গেছেন।