কুমিল্লায় চলন্ত অবস্থায় কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। আজ শুক্রবার দুপুরে
কুমিল্লায় চলন্ত অবস্থায় কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। আজ শুক্রবার দুপুরে

কুমিল্লায় চলন্ত অবস্থায় কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, এক ঘণ্টা বিলম্বে যাত্রা

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন চলন্ত অবস্থায় বিকল হওয়ার ঘটনা ঘটেছে। পরে বিকল্প ইঞ্জিনে প্রায় এক ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

আজ শুক্রবার বেলা ২টা ৩৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেলপথে লাকসামের নাওটি রেলস্টেশন পার হওয়ার পর ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এতে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামমুখী লাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচলের ব্যবস্থা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

লাকসাম রেলওয়ে সূত্র জানায়, আজ সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট রেলস্টেশনে বেলা ১টা ৫০ মিনিটে পৌঁছায়। সেখানে পাঁচ মিনিট যাত্রাবিরতি শেষে নাওটি রেলস্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরই চলন্ত অবস্থায় হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর লাকসাম রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন গিয়ে ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে আসে। নাঙ্গলকোট রেলস্টেশনে পৌঁছার আগেও নাঙ্গলকোটের হাসানপুর এলাকায় ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়েছিল। তবে তাৎক্ষণিক সেটি আবার ঠিক হয়ে যায়।

বিকেলে রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি নাওটি রেলস্টেশন পার হয়ে হঠাৎ আপ লাইনে বিকল হয়ে পড়ে। অন্যান্য ট্রেনের চলাচলে যেন বিপর্যয় না ঘটে, এ জন্য চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেন তাৎক্ষণিকভাবে ডাউন লাইন দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়। লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে গিয়ে এক ঘণ্টার মধ্যেই ট্রেনটিকে উদ্ধার করা হয়। এতে সাড়ে তিনটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।