কলমাকান্দা ও দুর্গাপুরে চার প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

উপজেলা পরিষদ নির্বাচন
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে গতকাল বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা তাঁদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

কলমাকান্দায় ঘোড়া প্রতীকের প্রার্থী মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করার অভিযোগ উঠেছে। আর দুর্গাপুরে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাজমুল হাসান, ঘোড়া প্রতীকের প্রার্থী পারভীন আক্তার ও কই মাছ প্রতীকের প্রার্থী সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে।

গোলাম মোস্তফা আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলবহরে গতকাল বিকেলে তাঁর নির্বাচনী এলাকায় বিশাল শোডাউন করেছেন। এতে কলমাকান্দা-ঠাকুরোকোনা সড়কের বাহাদুরকান্দা এলাকায় যানজট দেখা দেয়। তখন প্রচণ্ড গরমে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। তিনি উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গ করেছেন। এ ছাড়া দুর্গাপুরে তিন প্রার্থী বিভিন্ন স্থানে দেয়ালে, যানবাহনে ও গাছে পোস্টার লাগিয়েছেন। তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।’

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমার কয়েকজন কর্মী-সমর্থক ও উৎসুক জনতা আমার পেছন পেছন মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এতে করে বেশ কিছু মোটরসাইকেল জড়ো হয়ে শোডাউনের মতো হয়। কিন্তু আমি শোডাউন করিনি। ভবিষ্যতে যেন এমন না হয়, আমার কর্মী-সমর্থকদের বলেছি।’

অন্য তিন প্রার্থী নাজমুল হাসান, পারভীন আক্তার ও সাজ্জাদুল রহমান জানান, তাঁদের কর্মী-সমর্থকেরা না বুঝে এই কাজ করেছেন। তাঁরা দর্শানোর নোটিশ পেয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দেবেন।  

প্রথম ধাপে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে কলমাকান্দায় ও দুর্গাপুরে ৭ জন করে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮ মে ভোট গ্রহণ করা হবে।