চুয়াডাঙ্গা জেলার মানচিত্র
চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গায় বাসে তল্লাশি চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ (আইস) নামের মাদক উদ্ধার করেছেন। বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুল মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করে।

৫৮ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা সূত্র থেকে মাদক পাচারের খবর পায় বিজিবি। এরপর বিজিবির বিশেষ টহল দলের সদস্যরা জীবননগর ফুলের মার্কেটের সামনে যশোর-মহেশপুর-দর্শনা পথের যাত্রীবাহী বাস শাপলা এক্সপ্রেসে অভিযান চালান। অভিযানের সময় বাসের ভেতরে ব্যাগ রাখার জায়গায় (বাংকার) প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের একটি কার্টন মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। কার্টনটি এরপর বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়া হয়। সেখানে কার্টনটি খুলে ভেতরে ৩ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

বিজিবির দাবি, জব্দ করা মাদকের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি ২০ লাখ টাকা। এ বিষয়ে চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলার প্রস্তুতি চলছে।