হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জয়ী হয়েছেন আলেয়া আখতার। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫৬৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০১ ভোট। আজ শনিবার সন্ধ্যা ছয়টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান জানান, আজ শনিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে। ১ হাজার ১০৪ জন ভোটারের মধ্য ১০৭৬ জন ভোটার ভোট প্রয়োগ করেন। ৬৩ ভোটে জয়ী হয়েছেন আলেয়া আখতার।
আলেয়া আক্তার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের টানা চারবারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহিরের স্ত্রী। ভোটে দ্বিতীয় হওয়া আলমগীর চৌধুরী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তা ছাড়া তিনি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় আলেয়া আক্তার বলেন, ‘ভোটাররা আমাকে যোগ্য মনে করায় আমি অনেক খুশি। আমার দায়িত্ব এখন মানুষের স্বপ্ন বাস্তবায়ন করা।’
হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুশফিক হুসেন চৌধুরী এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। পরে দলীয় সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। তখন মুশফিক হুসেন চৌধুরীকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হয়। পরে এ আসনে জাপার প্রার্থীকে হারিয়ে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।