মানিকগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। আজ শনিবার সকাল আটটা থেকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে এ উৎসব শুরু হয়েছে। এতে অংশ নিতে ৪৬০ শিক্ষার্থী নিবন্ধন করেছে।
সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব। আয়োজনটিতে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
আজ সকাল থেকেই সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে ভিড় করতে শুরু করে শিক্ষার্থীরা। সকাল সাড়ে আটটার দিকে অনুষ্ঠানস্থলে আসে তাইয়্যেবা তাজিন। সে বলে, ‘অনুষ্ঠানে আসতে দেরি না হয়ে যায়, ভোরের দিকে বাড়ি থেকে বের হয়েছি। বেশ কিছুটা পথ হেঁটে তারপর আবার অটোরিকশায় করে অনুষ্ঠানে এসেছি।’
শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে ঢোকার পরই নিবন্ধন নম্বর অনুযায়ী নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সনদ, ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মানিকগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন।
শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে মঞ্চে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ঊর্মিলা রায়, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবুল ইসলাম শিকদার, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ বদর উদ্দিন, সহযোগী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হামিদুর রহমান ও প্রথম আলোর মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) পলাশ রঞ্জন ভৌমিক।
শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপন করতে সাংস্কৃতিক পর্বে থাকছে বিদ্রোহী নামে একটি ব্যান্ডের পরিবেশনা। আয়োজনের ফাঁকে ফাঁকে চলছে কৃতী শিক্ষার্থী ও মানিকগঞ্জ বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে গান, নাচ ও কবিতা আবৃত্তি। দিনব্যাপী এই সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সনদ, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং ‘শিখো’র সৌজন্যে বিনা মূল্যে কোর্সসহ অন্যান্য উপহার।